পৃষ্ঠাসমূহ

রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

" কিছু ঊক্তি"



 ** মানব মন মাঝেমধ্যে কিছু অদ্ভুত কান্ড ঘটায়। তার মধ্যে একটি হলো বলা নেই কওয়া নেই হুট করেই প্রেমে পড়ে যায়।

** একজন ভাল মানুষ হবার জন্য আপনার মধ্যে দু'টি গুনাবলী অবশ্যই থাকা দরকার। প্রথমত- ভাল মন, দ্বিতীয়ত- সেই মনের নিয়মিত পরিচর্যা।


**
ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোন মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো "মা" নামের নিঃস্বার্থ মহিলাটি।


**
অন্ধকার মানুষকে তার স্বরুপ চিনিয়ে দেয়, জাগতিক মিথ্যা-অভিনয়ের মুখোশ খুলে নিয়ে তাকে দাঁড় করিয়ে দেয় স্বরুপের সম্মুখে।


**
মন জিনিসটা ভীষণ রকম অদ্ভুত। মন আমাদের হওয়া স্বত্তেও এর উপর কোন নিয়ন্ত্রণ নেই আমাদের।


**
যার অপেক্ষা প্রচন্ড ঝড়ের, এক পশলা বৃষ্টিতে তার মন ভরে না।


**
আকাশে চাদঁ উঠলে যেমন তা লুকিয়ে রাখা যায় না, তেমনই নতুন প্রেমে পড়লেও শত চেস্টার পরও লুকিয়ে রাখা সম্ভব না।


**
মৃত্যু নিয়ে আমাদের ভয়টা সব সময়কার। ভয়টা আসলে মরে যাবো তা নিয়ে নয়, ভয়টা হলো জবাবদিহি করার- পৃথিবীতে যত পাপ করেছি তার জবাবদিহি।


**
কোন জিনিস না পাওয়া পর্যন্ত সেটার প্রতি অন্য রকম এক আকর্ষণ কাজ করে। কিন্তু জিনিসটার যত কাছাকাছি যাওয়া হয়, জিনিসটার প্রতি আকর্ষণ ধীরে ধীরে তত কমতে থাকে।


**
অর্ধ চাদঁ জিনিসটা কেমন যেন! চোখের সামনে পড়লে নিজেকে অপূর্ণ মনে হয়। তখন ইচ্ছে জাগে নিজেকে পূর্ণ করার।


**
চোখের জল সবচেয়ে পবিত্র জিনিসের মধ্যে অন্যতম। তাই এটাকে সব সময় লুকিয়ে রাখতে হয়, নয়তোবা যে কেউ দেখে ফেললে অপবিত্র হয়ে যাবার সম্ভাবনা থাকে।



মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

" ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্নতা "

" ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্নতা " 


                                                           রবীন্দ্রনাথ ঠাকুর । 


 
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা,
       মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা।
              সারা জনম তোমার লাগি
              প্রতিদিন যে আছি জাগি,
       তোমার তরে বহে বেড়াই
                    দুঃখসুখের ব্যথা।
       মরণ, আমার মরণ, তুমি
                  কও আমারে কথা।
 
     

" জীবন যখন শুকায়ে যায়"

" জীবন যখন শুকায়ে যায়" 

                                                   রবীন্দ্রনাথ ঠাকুর ।

 
জীবন যখন শুকায়ে যায়
              করুণাধারায় এসো।
       সকল মাধুরী লুকায়ে যায়,
              গীতসুধারসে এসো।
 
                           কর্ম যখন প্রবল-আকার
                           গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
                           হৃদয়প্রান্তে হে নীরব নাথ,
                                  শান্তচরণে এসো।
 
       আপনারে যবে করিয়া কৃপণ
       কোণে পড়ে থাকে দীনহীন মন,
       দুয়ার খুলিয়া হে উদার নাথ,
              রাজ-সমারোহে এসো।
 
                                  বাসনা যখন বিপুল ধুলায়
                                  অন্ধ করিয়া অবোধে ভুলায়
                                  ওহে পবিত্র, ওহে অনিদ্র,
                                         রুদ্র আলোকে এসো

" বিপদে মোরে রক্ষা করো "

" বিপদে মোরে রক্ষা করো " 

                          রবীন্দ্রনাথ ঠাকুর 

বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।